নিজের প্রথম ইনিংসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে স্কোরবোর্ডে তিন উইকেট ১৭৫ রান তুলেছে কিউইরা। লিড ১১৭।
এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক শিবির। তাদের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধ্বংসযজ্ঞই চালিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। সাউদি-বোল্টে মাত্র ৫৮ রানে শেষ ইংল্যান্ডের ইংনিস
দু’জন মিলেই ১০টি উইকেট দখল করেন। আর কারো বোলিংয়ে আসার প্রযোজন পড়েনি। ২০.৪ ওভারে গুটিয়ে যায় ইংলিশরা। এটি তাদের টেস্ট ইতিহাসের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থাকেন ক্রেইগ ওভারটন। ওপেনার মার্ক স্টোনম্যানের ১১ বাদে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শূন্য রানেই আউট পাঁচজন।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০.৪ ওভারে ৩২ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন বোল্ট। তার আগের সেরা বোলিং ফিগার ৪০ রানের বিনিময়ে ৬ উইকেট। ১০ ওভারে ২৫ রান দিয়ে চারবার সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন সাউদি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
এমআরএম