ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট ম্যাচেও কোটা সংস্কার আন্দোলনের প্রভাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ক্রিকেট ম্যাচেও কোটা সংস্কার আন্দোলনের প্রভাব (ফাইল ফটো)

কোটা সংস্কার আন্দোলনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিরাজ করছে থমথমে অবস্থা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশজুড়ে কর্মসূচি চলছে। এরইমধ্যে উত্তাল হয়ে পড়েছে ঢাবিসহ দেশের বিভিন্ন বিদ্যাপীঠ।

এবার এই আন্দোলনের প্রভাব পড়েছে ক্রিকেটের ম্যাচেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সোমবার অনুষ্ঠেয় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দুটি খেলাই পরিত্যক্ত হয়েছে।

তৃতীয় বিভাগের প্রগতি সেবা সংঘ ও হিল্লোল যুব সংঘের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল জগন্নাথ হল মাঠে। তবে আন্দোলনের মাঝে তা আর হতে পারেনি।

অন্যদিকে ঢাবির মাঠে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব ও তেঁজগাও ক্রিকেট অ্যাকাডেমির ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও আর পরে খেলা শুরু হতে পারেনি।  

জানা যায় ক্রিকেটার-ম্যাচ অফিসিয়ালরা এই বাজে পরিস্থিতিতে ক্যাম্পাসে ঢুকতেই পারেননি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।