ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১২ লাখ রুপি জরিমানা গুনছেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
১২ লাখ রুপি জরিমানা গুনছেন কোহলি ম্যাচে হারার পর জরিমানাও গুনতে হলো বিরাট কোহলিকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।

বুধবার (২৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বেশি সময় নিয়ে ফেলায় এই জরিমানা করা হয়েছে বিরাটকে।

বুধবার ম্যাচ শেষে আইপিএল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু আইপিএলে প্রথমবারের মতো কোহলির দল এমন করেছে, তাই ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএলের নীতিমালা ভঙ্গ করলে ভবিষ্যতে আরও বড় জরিমানা হতে পারে। ’

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৫৩ ও এবি ডিভিলিয়ার্সের ৬৮ রানে ভর করে ২০৫ রান তোলে ব্যাঙ্গালুরু। জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান আম্বাতি নাইড়ুর ৮১ ও মহেন্দ্র সিং ধোনির ৭৭ রানে দুই বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে যায় চেন্নাই।  

শেষ দিকে ধোনিদের থামানোর ছক কষতে বোলারদের সঙ্গে পরামর্শকালে সময় বেশি নিয়ে নেন কোহলি। আর ম্যাচ শেষে শুনলেন জরিমানার খবর।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।