ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্রিস লিনের ব্যাটে কলকাতার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, এপ্রিল ২৯, ২০১৮
ক্রিস লিনের ব্যাটে কলকাতার সহজ জয় ক্রিস লিনের দৃঢ় ব্যাটিংয়ে কলকাতার জয়/ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস লিনের দৃঢ় ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোহলিদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তারা টপকে গেছে মাত্র ৪ উইকেট খরচায়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস লিন ও শুবমান গিল। 

৭ চার ও ১ ছয়ে  ক্রিস লিন খেলেছেন ৬২ রানের ম্যাচ উইনিং ইনিংস।

বেঙ্গালুরুর দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার সুনিল নারাইন ও ক্রিস লিন।

দু’জনের বোঝাপড়ায় সমৃদ্ধ হচ্ছিলো কলকাতার দলীয় সংগ্রহ। কিন্ত হঠাৎই কক্ষপথ থেকে বিচ্যুত হলেন নারাইন।

মুরুগান অশ্বিনের বলে ব্যক্তিগত ২৭ রানে ক্যাচ তুলে দিলেন গ্র্যান্ডহোমের হাতে। এই রান সংগ্রহে তিনি খেলেছেন ১৯ বল।  

উইকেটে থিতু হতে পারেননি আরেক টপ অর্ডার রবিন উথাপ্পাও। ২১ বলে ৩৬ রান করে ফিরেছেন অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে।   

তার বিদায়ের পর নিতেশ রানা এসে বেশ হাকাচ্ছিলেন। কিন্তু পেশিতে টান লাগায় ব্যক্তিগত ১৫ রানে মাঠ ছেড়েছেন রিটায়ার্ড হার্ট হয়ে। আ‌ন্দ্রে রাসেলতো দাঁড়াতেই পারলেন না। ১৭তম ওভারে মোহাম্মদ সিরাজের বলটি আকাশে তুলে দিলে তা তালুবন্দি করেন উইকেটরক্ষক ডি কক।  

ছয়ে নেমে অধিনায়ক দিনেশ কার্তিক ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।  

তবে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ওপেনার লিন। ৫২ বলে তার অপরাজিত ৬২ রানে ৫ বল বাকি থাকতেই ১৭৬ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে কলকাতা।

এরআগে রোববার (২৯ এপ্রিল) বেঙ্গালুরর চিন্বাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৪৪ বলে ৬৮, ব্রেন্ডন ম্যাককালামের ২৮ বলে ৩৮ ও  কুইন্টন ডি ককের ২৭ বলে ২৯ রানে ভর করে ৪ উইকেটের খরচায় ১৭৫ রানের পুঁজি পায় বেঙ্গালুরু।  

কলকাতার হয়ে বল হাতে আ‌ন্দ্রে রাসেল ৩টি ও কুলদিপ যাদব ১টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।