ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতের সঙ্গে ম্যাচ বাড়ছে টাইগারদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, মে ৩, ২০১৮
ভারতের সঙ্গে ম্যাচ বাড়ছে টাইগারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের সাথে দ্বিপা‌ক্ষিক সিরিজ খুব একটা খেলা হয়নি বাংলাদেশের। সংখ্যাটি এতই কম যা, না বলাই  অধিক যুক্তিযুক্ত।

প্রতিবেশি দেশটির সাথে বিগত দিনের সেই অচল প্রায় অবস্থা এবার বোধ হয় কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে দুই দেশের  ক্রি‌কেট বোর্ড। তাই আসছে বছরগুলোতে  কোহলিদের বিপক্ষে মাশরাফি, সাকিবদের বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হচ্ছে।

 

গেল সপ্তাহে ভারতে বসেছিল আইসিসি সভা। সভা শেষে ঢাকা ফিরে বৃহস্পতিবার (০৩ মে) সাংবাদিকদের এ তথ্য দিলেন বিসিবি সিইও নিজাম  উদ্দিন চৌধুরী সুজন।

তবে বিষয়টি এখনও মৌখিক। কাগজে কলমে কিছুই এখনও এগোয়নি। তাই এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি দিতে পারলেন না। সেটা না দিলেও যা বললেন তাতে ইতিবাচক ইঙ্গিতই মিললো।

'অতীতে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো ছিল আগামীতে তার চেয়ে বেশি হবে। '

নিশ্চিত না হলেও জানা গেছে আগামী দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভারতের বিপক্ষে তিনিটি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ৬টি টেস্ট সিরিজ খেলেছে। তবে এর মধ্যে পাঁচটি সিরিজই বাংলাদেশের মাটিতে হয়েছে। এছাড়া দু’দল এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। খেলেছে ৮টি টি-টোয়েন্টিও।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।