ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তলানির রাজস্থানে ধরাশায়ী পাঞ্জাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ৮, ২০১৮
তলানির রাজস্থানে ধরাশায়ী পাঞ্জাব তলানির রাজস্থানে ধরাশায়ী পাঞ্জাব। ছবি- সংগৃহীত

ঢাকা: আইপিএল পয়েন্ট টেবিলে আট দলের মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব আছে তিন নম্বরে আর রাজস্থান রয়্যালস একেবারে তলানিতে। তবে তাকে কী? তলানিতে থাকা দলটির বোলিং আক্রমনের সামনেই ধরাশায়ী হল মোহালির পাঞ্জাব।

রাজস্থানের দেওয়া ১৫৯ রানের তুলনামূলক সহজ লক্ষটিও ছুঁতে পারলো না তারা। ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাব তুলে ১৪৩ রান।

ম্যাচ শেষে ১৫ রানের এ জয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসের উপলক্ষ এনে দেয় এবারের আসরে রাজস্থানের চতুর্থ এ জয়।

এর আগে মঙ্গলবার (৮ মে) জয়পুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ৫৮ বলে ৮২ ও সনজু স্যামসনের ১৮ বলে ২২ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় রাজস্থান রয়্যালস।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বল হাতে অ্যা‌ন্ড্রিউ টাই ৪টি, মুজিব উর রহমান ২টি ও মার্ক স্টোইনিস ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে জয়ের জন্য ১৫৯ রানের সহজ লক্ষে খেলতে নেমে দলীয় ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। বিস্ফোরক গেইল ফিরেছেন মাত্র ১ রানে।

পাঞ্জাবের হয়ে এক লোকেশ রাহুলই যা লড়ছেন! ৭০ বলে তিনি খেলেছেন ৯৫ রানের নান্দনিক এক ইনিংস। দলের আর কোনো ব্যাটসম্যান ব্যক্তিগত ১৫ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি।

রাজস্থানের হয়ে বল হাতে কৃষনাপ্পা গৌতম ২টি, জোফরা আর্চার, ইশ সোধি, বেন স্টোকস ও জয়দেব উনারকাট ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এইচএল/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।