ইংলিশ পেসার বেন স্টোকসের করা বাউন্সার বাবরের বাম হাতে আঘাত করেছে। বলের আঘাতে বাবরের বাহুতে চিড় ধরা পড়েছে।
লর্ডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে মাত্র ১৮৪ রানে অলআউট করে দিয়ে সিরিজের শুরুটা বেশ ভালই করেছে। দ্বিতিয় দিনে নিজেদের রানের সংখ্যা বাড়িয়েই চলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে বেশ ভালোই আগাচ্ছিলেন বাবর। কিন্তু ইনিংসের ৮৫তম ওভারের দ্বিতীয় বলে স্টোকসের আচমকা লাফিয়ে ওঠা বাউন্সার বুঝতে পারেননি তিনি। অন্তত ৪-৬ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট।
স্টোকসের এই বাউন্সারে আহত অবসর হয়ে সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। বাবরসহ আজহার আলী, আসাদ শফিক এবং শাদাব খানের ফিফটিতে বড় লিডের পথে ছুটছে পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে বাবরের না থাকায় কিছুটা পিছিয়ে পড়তে পারে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৫৪৫, ২৬ মে ২০১৮
এমকেএম/এমএমএস