ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে নারীদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এশিয়া কাপে নারীদের দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু হচ্ছে জুনের ৩ তারিখ থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এই আসরকে ঘিরে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ জুন কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন সালমা খাতুনরা।

এই আসরে অংশ নেয়া দলগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

৪ জুন নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

৬ জুন ভারতের মুখোমুখি হবে। পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। আর ৯ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সালমারা। ১০ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: সালাম খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল ফেরদাউস সুমনা, নাহিদা আকতার, পান্না ঘোষ, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম, শামীমা সুলতানা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ৩০ মে, ২০৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।