ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেতন বাড়লো পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
বেতন বাড়লো পাকিস্তানি ক্রিকেটারদের ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি হয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড। অর্থের পরিমাণ ঠিক কতো তা জানা না গেলেও এটি বৃদ্ধির হার ২৫ থেকে ৩০ শতাংশ। এছাড়া ম্যাচ ফিও ২০ শতাংশ বেড়েছে।

পিসিবি এদিন নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। গত বছরের ৩৫ থেকে এবার দু’জন কমেছে।

যেখানে বাড়ানো হয়েছে একটি ক্যাটাগরি।

নতুন চুক্তিতে বাবর আজম ‘বি’ থেকে ‘এ’তে উঠে এসেছেন। ফখর জামান ও শাদাব খান ‘সি’ থেকে ‘বি’তে এসেছেন। ফাহিম আশরাফ ‘ডি’ থেকে সরাসরি ‘বি’তে। আর ইমাম-উল-হক ‘ডি’ থেকে ‘সি’তে।

অবনমন হয়েছে মোহাম্মদ হাফিজ (এ-বি), রাহাত আলী (সি-ডি) ও ইমাদ ওয়াসিমের (বি-সি)। চুক্তি থেকে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ।

কেন্দ্রীয় চুক্তির তালিকা:

ক্যাটাগরি ‘এ’: আজহার আলী, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।

ক্যাটাগরি ‘বি’: ফখর জামান, ফাহিম আশরাফ, শাদাব খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ, হাসান আলী।

ক্যাটাগরি ‘সি’: ওহাব রিয়াজ, শান মাসুদ, হারিস সোহেল, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, উসমান শেনওয়ারী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস।

ক্যাটাগরি ‘ডি’: রুম্মান রাইস, আসিফ আলী, উসমান সালাহউদ্দিন, হুসেন তালাত, রাহাত আলী।

ক্যাটাগরি ‘ই’: বিলাল আসিফ, সাদ আলী, মীর হামজা, উমদ আসিফ, মোহাম্মদ রিজওয়ান, সাহেবজাদা ফারহান, শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।