ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

মধুর ব্যস্ততায় কাটছে সাব্বিরের ঈদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, আগস্ট ২২, ২০১৮
মধুর ব্যস্ততায় কাটছে সাব্বিরের ঈদ সাব্বির রহমান/ফাইল ফটো

ঢাকা: ঈদুল আযহার দিন সকাল থেকেই নিজ শহর রাজশাহীতে মধুর ব্যস্ততায় সময় কাটছে বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান রোমানের। ঘুম থেকে উঠে নামায আদায় শেষে গরু কোরবানি দিয়েছেন।

নিজেই গরু কাটাকাটি করে এখন তিনি ব্যস্ত আত্মীয়-স্বজনদের মাঝে মাংস পৌঁছে দিতে। দিনের বেশির ভাগ সময়ই ‍নাকি তার এ কাজে কাটবে।

এবং মজার ব্যাপার হলো কাজটি তার বেশ পছন্দের।  
 
আর দিনের দেশে মেতে উঠবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায়।  
 
‘ভালো কাটছে। সকাল থেকে নামায পড়লাম, গরু কোরবানি দিলাম। সব বাসায় মাংস দিয়ে আসতে হবে। এটা আমার কাজ। সন্ধ্যা সময় বন্ধুদের সাথে আড্ডা মারবো। ’
 
বুধবার (২২ আগস্ট) মুঠোফোনে বাংলানিউজকে এসব কথা বললেন এই ‘ক্যাটসআই’ টাইগার সদস্য।
 
কথোপকথন শেষে নিজের ও পরিবারের পক্ষ  থেকে দেশবাসী ও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির। ‘সবাইকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ’
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।