ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ নাকি বুমরাহ?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
মোস্তাফিজ নাকি বুমরাহ? মোস্তাফিজুর রহমান ও জসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপে বাংলাদেশের তুরুপের তাস কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। আর ভারতের জসপ্রীত বুমরাহ।  ফাইনালের মহারণে তাই স্পট লাইটটি এই দুই পেসারের উপরই থাকছে। 

সুপার ফোরের নিজেদের বাঁচা-মরার ম্যাচের শেষ ওভারে ম্যাজিক্ বলে ৩ রানের স্বস্তির জয় এনে দেন টাইগার বাঁহাতি বোলিং ওয়ান্ডার মোস্তাফিজ। আর অঘোষিত সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে নেন ৪ উইকেট।

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার নেপথ্যে এই ২৩ বছর বয়সী পেসারের বড় ভুমিকা রয়েছে।  

অপর দিকে ভারতের হয়ে জসপ্রীত বুমরাহও প্রতিটি ম্যাচেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৭ উইকেট সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার তিনে আছেন বুমরাহ।

চার ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারির তালিকায় ২ নম্বরে আছেন দ্য ফিজ।  তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ উইকেট নিয়ে শীর্ষে রশিদ খান।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএল/এমকেএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।