ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি লিটনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি লিটনের লিটন দাস-ছবি: সংগৃহীত

ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাস। মাত্র ৩৩ বল খেলে ২ ছক্কা আর ৬ চারে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার।

দুবাইয়ে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসান মিরাজকে ব্যাটিংয়ে নামিয়ে চমক দেখায় বাংলাদেশ।

চমক কাজেও লাগে। দুজন মিলে মাত্র ১৫ ওভারে ৮৬ রান তুলে ফেলেন, যা ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময়ে মাত্র ৩৩ বলেই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে চলতি এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে করা ৪১ রানই ছিল ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।