ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘লেভেল প্লেয়িং’ ফিল্ডের আশা সাকিবের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
‘লেভেল প্লেয়িং’ ফিল্ডের আশা সাকিবের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বাংলাদেশ দলের জন্য দু:সহ স্মৃতি হয়েই থাকবে ৪ জুলাই। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দলীয় সর্বনিম্ন রানের লজ্জাটা এসেছে সেদিন। তবে সে লজ্জা কাটিয়ে ঘরের মাঠে এবার ভালোভাবেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের মাঠে বৈরী পরিবেশ থাকলেও নিজেদের মাঠে চেনা পরিবেশেই খেলবে টাইগাররা। ঘরের মাঠ বাড়তি সুবিধা কতটুকু দেবে বাংলাদেশকে?

সাকিব আল হাসান জানালেন, ‘টেস্ট ম্যাচে মাঠ নিয়ে আগে থেকেই ধারনা করা কঠিন।

অনেক সময় দেখা যায় দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট ভালো হয়, রান আসে। তবে কিউরেটররা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। আশা করি, দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে। ’

তবে জিততে বড় স্কোরেই চোখ তার। ‘দলে যারা ভালো ব্যাটিং করছে তাদের কাছ থেকে বড় স্কোরের প্রত্যাশা থাকবে। ৩০০ প্লাস স্কোর করতে পারলে ভালো। যদি আরও ভালো ব্যাটিং করা যায়, ৪০০ বা ৫০০ রান হয়, স্পেশালি ফার্স্ট ইনিংসে- তাহলে পুরো ম্যাচে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর, ২১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।