ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে মুশফিকের ৪ হাজার রান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
টেস্টে মুশফিকের ৪ হাজার রান টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছেন মুশফিক-ছবি শোয়েব মিথুন/বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: সাদা পোষাকে ৪ হাজারের অঙ্ক ছুঁতে মুশফিকের প্রয়োজন ছিল ৮ রান। ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান নিয়ে মাইলফলক স্পর্শকারী এই রানের অপেক্ষায় ছিলেন এই টাইগার মিডল অর্ডার। যা ছুঁয়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে।

তামিম ইকবালের পরে তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি এই ক্লাবে নিজের নাম লেখালেন।  ৫৪ ম্যাচের ১০২ ইনিংসে ৩৭২৭ রান নিয়ে মুশির পরেই আছেন অধিনায়ক সাকিব আল হাসান।


 
শুক্রবার (৩০ নভেম্বর) সিরিজের শেষ টেস্টের  প্রথম দিনের দ্বিতীয় সেশনে সাদমান ইসলাম ব্যক্তিগত ৭৬ রানে দেভেন্দ্র বিশুর বলে ফিরে যাওয়ার পরে ব্যাটিংয়ে নেমে চা বিরতির পর অনন্য এই সংগ্রহে পৌঁছে যান মিস্টার ডিপেন্ডেবল। তবে ইনিংসটি বড় করতে পারেননি। শেরমন লুইসের বলে ব্যক্তিগত ১৪ রানে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।