ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের সেঞ্চুরির পর মোহর শেখের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
মোসাদ্দেকের সেঞ্চুরির পর মোহর শেখের ৫ উইকেট মোসাদ্দেক ও মোহর শেখ-ছবি: সংগৃহীত

মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত সেঞ্চুরির ইনিংসে ভর করে নর্থ জোনের সামনে ২৮৪ রানের টার্গেট দিয়েছে সেন্ট্রাল জোন। জবাবে দিনশেষে ১ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে নর্থ জোন। একই ম্যাচে সেন্ট্রাল জোনের ৫ উইকেট তুলে নিয়েছেন নর্থ জোনের মোহর শেখ।

বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে বগুড়ায় শুক্রবার (৩০ নভেম্বর) ৩ উইকেট হারিয়ে ৫০ রান নিয়ে তৃতীয় দিনের মতো মাঠে নামে সেন্ট্রাল জোন। এদিন দলের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক।

ফিফটির দেখা পেয়েছেন মোশাররফ হোসেন। আর এই দুই ইনিংসের সঙ্গে শুভাগত হোমের ৪৫ রানের ইনিংস মিলিয়ে ৩১৮ রান সংগ্রহ করে নর্থ জোনের সামনে ২৮৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় সেন্ট্রাল জোন।

বল হাতে একাই সেন্ট্রালের পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান নর্থ জোনের মোহর শেখ। ৪ উইকেট তুলে নিয়েছেন ইবাদাত হোসেন। বাকি উইকেটটি জিয়াউর রহমানের।

জবাবে দিনের বাকি সময় ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে নর্থ জোন। দলীয় ৭ রানেই ওপেনার মিজানুর রহমানের উইকেট হারায় দলটি। আবু হায়দারের বলে বোল্ড হয়ে ফিরেছেন মিজানুর। জেতার জন্য ৯ উইকেট হাতে রেখে এখনো ২৭৭ রান তুলতে হবে নর্থ জোনকে।

এদিকে দিনের আরেক খেলায় রাজশাহীতে ইস্ট জোনের প্রথম ইনিংসে ৪৭৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয়ে ফলোঅন করতে নেমে দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে সাউথ জোন।

৪ উইকেট হারিয়ে ৮৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলায় ইস্ট জোনের বোলিং তোপে ২৫৮ রানেই সব উইকেট হারিয়ে ফেলে সাউথ জোন। দলের হয়ে রকিবুল হাসান (৬৬) ও মেহেদি হাসানের (৮৬) ব্যাটে রান এলেও বাকিদের ব্যর্থতায় ফলোঅনের ফাঁদে পড়তে হয় সাউথ জোনকে।  
ইস্ট জোনের হয়ে ৪ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৩ উইকেট গেছে মাহমুদুল হাসানের দখলে। ২টি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, বাকি উইকেটটি মোহাম্মদ সাইফুদ্দিনের।

ফলোঅন করতে নেমে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সাউথ জোন। বিনা উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে দিনশেষ করেছে তারা। আগের ইনিংসে শুন্য রানে আউট হওয়া সাউথ জোনের ওপেনার শাহরিয়ার নাফিস দিনশেষে ৮১ রানে ও আরেক ওপেনার আনামুল হক ৪৬ রানে অপরাজিত আছেন। ইস্ট জোনের চেয়ে এখনো ৮০ রানে পিছিয়ে আছে সাউথ জোন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।