ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

লাঞ্চের পর লিটনের বিদায়, চারশ পার টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ডিসেম্বর ১, ২০১৮
লাঞ্চের পর লিটনের বিদায়, চারশ পার টাইগারদের ঝড়ো ফিফটি তুলে নিয়ে ফিরেছেন লিটন দাস-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দুর্দান্ত ফিফটি তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন। কিন্তু বিরতির পর ফিরেই উইন্ডিজ পেসার কার্লোস ব্র্যাথওয়েটের বলে বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস (৫৪)। আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ১০০ স্ট্রাইক রেটে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। মাহমুদউল্লাহ’র সঙ্গে তার ৯২ রানে জুটি বাংলাদেশের রান চারশ ছুঁই ছুঁই অবস্থানে যেতে রেখেছে অনন্য ভূমিকা। এরপর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজের বাউন্ডারিতে চারশ রানের পাহাড় ছুঁয়েছে টাইগাররা। বাংলাদেশের স্কোর ৪০২/৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।