ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাদা পোশাকে দুই নতুনের মুখোমুখি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, ডিসেম্বর ১, ২০১৮
সাদা পোশাকে দুই নতুনের মুখোমুখি আইরিশদের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন কেভিন ও’ব্রায়ান-ছবি: সংগৃহীত

২০১৮ সালে ক্রিকেটের সবেচেয়ে আভিজাত্য ফরম্যাট টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। ভিন্ন দুটি ম্যাচে আইরিশরা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। আর ভারতের মাটিতে আফগানদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভারত।

সাদা পোশাকের নতুন এই দসদ্যরা এবার একে অপরের মুখিমুখি হচ্ছে। আগামী বছরের ১৭ জুন আফগানদের হোম গ্রাউন্ড খ্যাত ভারতের দেরাদুনে লড়বে তারা।

সিরিজটিতে অবশ্য টেস্ট ছাড়াও রয়েছে সীমিত ওভারের ম্যাচ। যেখানে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। এছাড়া ২, ৪, ৭, ৯ ও ১২ মার্চ ‍দু’দল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।

সীমিত ওভারের সিরিজ আবার আফগানদের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও কাজে দেবে। তবে গত বছর জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে উতীর্ণ হতে না পারায় আইরিশরা ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব মঞ্চে যেতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।