ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে কিউইদের উদযাপন- ছবি: সংগৃহীত

জিততে হলে ২৮০ রান করতে হতো, কিন্তু কিউইদের বোলিং তোপে ১৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে স্বাগতিকদের ১২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড।

শুক্রবার (৭ ডিসেম্বর) আবুধাবীতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগেই ৫৫ রান তুলে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শেষ দুই সেশনে বাকি ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন সাউদি-সমারভিলরা।

প্রথম ইনিংসে ৭৫ রানে ৪ উইকেট তুলে নেওয়া অভিষিক্ত কিউই স্পিনার উইল সমারভিল দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল। এবার ৫২ রান খরচে তার শিকার ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার টিম সাউদি ও স্পিনার আয়াজ প্যাটেল।  

তবে ম্যাচের আসল নায়ক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেদের দ্বিতীয় ইনিংসে তার ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস আর হেনরি নিকোলাসের (১২৬) সঙ্গে তার ২১২ রানের জুটির ছিল মূল ভূমিকা।

দিনের প্রথম ভাগে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই পাকিস্তানি ব্যাটসম্যান হারিস সোহেলের (৯) উইকেট তুলে নেন সমারভিল। এরপর আরেক ব্যাটসম্যান আসাদ শফিককেও তুলে নিয়ে লাঞ্চের আগেই পাকিস্তানকে চাপে ফেলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন সমারভিল।  

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ক্রিজের অপর প্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।

১৯৬৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে এটি বিদেশের মাটিতে কিউইদের প্রথম টেস্ট জয়। সেবার ১-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

তিন টেস্টের সিরিজের প্রথমটিতে ৪ রানের জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় টেস্টে বল আর ব্যাটিং ব্যর্থতায় ১২৩ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছেন সরফরাজরা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।