ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে ঝলক দেখানো আশরাফুল ব্যাটিংয়েও ভরসা পূর্বাঞ্চলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
বোলিংয়ে ঝলক দেখানো আশরাফুল ব্যাটিংয়েও ভরসা পূর্বাঞ্চলের মোহাম্মদ আশরাফুল

লেগ স্পিনের ঝলক দেখিয়ে মধ্যাঞ্চলের ৪ উইকেট একাই তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এরপর জয় পেতে ব্যাট হাতে অপরাজিত থাকা আশরাফুলের দিকেই তাকিয়ে থাকবে পূর্বাঞ্চল। তৃতীয় দিন শেষে ২৪ রানে অপরাজিত আছেন তিনি। জেতার জন্য শেষ দিনে ৮ উইকেট হাতে থাকা পূর্বাঞ্চলকে আরও ২৫৫ রান করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলের) ম্যাচে আগেরদিনের ২ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯৩ রানের পাহাড় গড়ে লিডটাকে ৩২৫ রানে নিয়ে যায় মধ্যাঞ্চল। দলের ফিফটির দেখা পেয়েছেন ওপেনার পিনাক ঘোষ (৫১), আব্দুল মাজিদ (৬৭), মার্শাল আইয়ুব (৭০), তাইবুর রহমান (৫৯) ও শহিদুল ইসলাম (৫০)।

মধ্যাঞ্চলের ইনিংসে তেমন প্রভাব ফেলতে পারেননি একমাত্র আশরাফুল ছাড়া পূর্বাঞ্চলের কোনো বোলার। ৩৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৬০ রান খরচ করে ৩ উইকেট পাওয়া হাসান মাহমুদ দলের হয়ে দ্বিতীয় সেরা বোলিং করেছেন। অথচ এই মধ্যাঞ্চলকেই প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানেই গুটিয়ে দিয়েছিল পূর্বাঞ্চল। বল হাতে ৭ উইকেট পেয়েছিলেন পেসার ফরহাদ রেজা।

জবাবে ২৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে পূর্বাঞ্চল। কিন্তু দিনের বাকি সময়ে আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল হাসান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া আশারফুল দিন শেষ ২৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মাহমুদুল অপরাজিত আছেন ২৩ রানে। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭১ রান নিয়ে মাঠ ছাড়ে পূর্বাঞ্চল।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানেই গুটিয়ে গিয়েছিল পূর্বাঞ্চল।

এদিকে চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের ৩২৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮২ রান সংগ্রহ করেছে উত্তরাঞ্চল। ৩ উইকেট হাতে রেখে ৫৩ রানের লিড নিয়েছে দলটি। উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন জোনায়েদ সিদ্দিক। ৯০ রানের ইনিংস খেলে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের শিকার হয়ে ফিরেছেন জিয়াউর রহমান। ফিফটির দেখা পেয়েছেন নাঈম ইসলাম (৮৩) ও ধিমান ঘোষও (৫১)

বল হাতে ৩ উইকেট তুলে নিয়েছেন দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক। এর আগে তুষার ইমরান (৬২), রকিবুল হাসান (৭৯) ও মেহেদি হাসানের (৬৩) ব্যাটে চড়ে নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান সংগ্রহ করেছিল দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।