ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে মধ্যাঞ্চল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে মধ্যাঞ্চল ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ড্র হয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি। এই নিয়ে টানা তিন রাউন্ডেই ড্র করল উত্তরাঞ্চল। আর দক্ষিনাঞ্চল পেলো দ্বিতীয় ড্র।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় রাউন্ডে শনিবার (৮ ডিসেম্বর) ৭ উইকেটে ৩৮২ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংকের দেওয়া ৩২৯ রানের জবাবে ৫৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে উত্তরাঞ্চল।

তবে চতুর্থদিন ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেনি তারা। ১২ রান যোগ করতেই তিন উইকেট হারিয়ে বসে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬তম বার পাঁচ উইকেট পান আব্দুর রাজ্জাক। এই ম্যাচে তিনি তুলে নেন ৬টি উইকেট।

মাত্র ৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। ওপেনার শাহরিয়ার নাফিস ফেরেন শূন্য রানে। দ্বিতীয় উইকেটের জুটিতে ফজলে রাব্বী ও এনামুল হক বিজয় ৫৩ রান সংগ্রহ করলেও ইবাদত হোসেনের জোড়া আঘাতে প্রথমেই ২২ রানে ফেরান রাব্বিকে। এরপর ১ রানেই ফেরেন তুষার ইমরান।

এক প্রান্তে অবশ্য আগলে রাখেন এনামুল হক। তবে অপর প্রান্ত থেকে একে একে ফিরে যেতে থাকেন ব্যাটসম্যানরা। নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ৬৬ রানে রিশাদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন এনামুল।

এরপর আর কোনো উইকেট হারায়নি প্রাইম ব্যাংক। মেহেদী হাসান ৬০ ও আল-আমিন জুনিয়র ৭৫ রান তুলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকলেও চা-বিরতির পর দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র হয়।

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো জুনায়েদ সিদ্দিকী পান ম্যাচ সেরার পুরস্কার।

রাউন্ডের অপর খেলায় বগুড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। সে ম্যাচটিও ড্রতেই মীমাংসা হয়। মধ্যাঞ্চলের দেওয়া ৩৯৩ রানের দেওয়া লক্ষ্যে খেলতে নেমে পূর্বাঞ্চল ৩২০ পর্যন্ত পৌঁছাতেই দিনের খেলা ড্র ঘোষণা করা হয়।

পূর্বাঞ্চলের মাহমুদুল হাসান ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন। এছাড়া মোহাম্মদ আশরাফুল করেন ৬৪ রান।

তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মধ্যাঞ্চল। এরপর ধারাবাহিকভাবে আছে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।