ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেন্ডিস-ম্যাথিউসের সেঞ্চুরিতে লঙ্কানদের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
মেন্ডিস-ম্যাথিউসের সেঞ্চুরিতে লঙ্কানদের স্বস্তি মেন্ডিস-ম্যাথিউসের সেঞ্চুরিতে লঙ্কানদের স্বস্তি-ছবি: সংগৃহীত

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। ধারণা করা হয়েছিল হয়তো ইনিংস পরাজয় হচ্ছে তাদের। কিন্তু তৃতীয় দিন শেষ বিকেলে ও চতুর্থ দিন পুরোটা সময় ব্যাটিং করে লঙ্কানদের স্বস্তি এনে দিলেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন তারা।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ২৮২ করলে টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫৭৮ রানে বিশাল সংগ্রহ পায় কিউইরা। যেখানে লিড দাঁড়ায় ২৯৬ রানের।

সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে। তবে এখনও তারা ৩৭ রানে পিছিয়ে রয়েছে।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন পুরো হতাশার মধ্যেই কেটেছে নিউজিল্যান্ড বোলারদের। কেননা একটি উইকেটও তারা তুলে নিতে ব্যর্থ হয়েছেন।

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান মেন্ডিস। ২৮৭ বলে ১২টি চারের সাহায্যে ১১৬ রানে অপরাজিত আছেন তিনি। অপরদিকে ২৯৩ বলে ১১টি চারের সাহায্যে ১১৭ করা ম্যাথিউস নবম সেঞ্চুরি তুলে নেন। তিনিও মাঠ ছাড়েন অপরাজিত থেকে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।