ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

মাশরাফিদের শক্তি বাড়াতে এলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জানুয়ারি ১৭, ২০১৯
মাশরাফিদের শক্তি বাড়াতে এলেন ডি ভিলিয়ার্স বাংলাদেশে ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

একদিকে ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকা। অপরদিকে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশে পা রাখলেন আরেক তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের আসরে ব্রান্ডন ম্যাককালামকে কিনে ক্রিকেট সমর্থকদের চমকে দেয় রংপুর রাইডার্স। কিন্তু ষষ্ঠ আসরে ম্যাককালামকে ছেড়ে দেওয়ায় রংপুর সমর্থকরা কিছুটা নাখোশই হন।

কিন্তু তাদের আনন্দে ভাসিয়ে রংপুর এবারের বিপিএলে কেনেন মহাতারকা ডি ভিলিয়ার্সকে।

তবে এরই মধ্যে ডি ভিলিয়ার্সের দল রংপুর খেলে ফেলেছে ৬টি ম্যাচ। যার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। দলের সপ্তম ম্যাচ থেকে দলে মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে। মি. ৩৬০ ডিগ্রি ডি ভিলিয়ার্সের দলে যোগদান নিঃসন্দেহে রংপুর রাইডার্সের শক্তি বাড়াবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এমকেএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।