ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের দলে সাব্বির-তাসকিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, জানুয়ারি ২৩, ২০১৯
নিউজিল্যান্ড সফরের দলে সাব্বির-তাসকিন সাব্বির ও তাসকিন

আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। দলে সুযোগ দিতে সাব্বিরের নিষেধাজ্ঞা একমাস কমিয়ে আনা হয়েছে। এছাড়া দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। তাসকিনের নাম আছে টেস্ট দলেও।

বুধবার (২৩ জানুয়ারি) টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলতে আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

সিরিজের শুরুটা হবে ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে।  

দীর্ঘ বিরতি শেষে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চলতি বিপিএলে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার। তাসকিন অবশ্য টেস্ট দলেও আছেন।

দলে সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ ঘোষিত সাব্বির রহমান। দলে সুযোগ দিতে সাব্বিরের নিষেধাজ্ঞা একমাস কমিয়ে আনা হয়েছে।

দল ঘোষণার আগে আলোচনায় ছিলেন সাব্বির রহমান। বিপিএলে মাশরাফির রংপুরের বিপক্ষে ৫১ বলে ৮৫ রানের ইনিংস খেলে দলে ঢোকার সম্ভাবনাও জাগিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে বলেই সম্ভাব্যতা বেড়ে গিয়েছিল। এছাড়া নিউজিল্যান্ডের ন্যাড়া উইকেটে তার মতো আক্রমণাত্বক ব্যাটসম্যানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দল ঘোষণায় সেই কথারই প্রতিফলন দেখা গেল।

সব কিছু ঠিক থাকলে বিপিএল শেষ হবার আগে (৮ ফেব্রুয়ারি রাতে) জাতীয় দলের একটা গ্রুপ দেশ ত্যাগ করবে। যাদের দল ফাইনালে থাকবে না, তারা চলে যাবেন আগে। আর বাকিরা যাবেন ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান।

টেস্ট দল
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাদমান, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।