শুক্রবার (২৫ জানুয়ারি) ঘরের মাঠে হেরে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, বিপক্ষ দলে যদি ভালো মানের ব্যাটসম্যান থাকে তাহলে বোলারদের আরও নৈপুণ্য দেখাতে হয়। যেটা এ ম্যাচ হয়নি।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা কয়েকম্যাচ ভালো ব্যাটিং করে নজরে এসেছে চিটাগং ভাইকিংসের ইয়াসির আলী। দল হারলেও এ ম্যাচে সর্বোচ্চ ৭৮ রান করেছেন তিনি।
মুশফিক বলেন, ‘ওর ইনিংস বড় করার পরিকল্পনা ভালো। ভালো শুরুর পরেও কয়েকটা ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছে। ইনিংসগুলো বড় করার চেষ্টা করলে দল এবং নিজের জন্য আরও ভালো হবে।
টপে থেকে প্লে-অফ খেলার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘আমাদের টিমে অনেক গেম চেঞ্জার রয়েছে। তারা যে কোনো মুহূর্তে খেলার পটপরিবর্তন করতে পারে। ’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে রংপুর। ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করে চিটাগং ভাইকিংসের ইনিংস থেমে যায় ১৬৭ রানে।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসইউ/টিসি/জিপি