ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
মাশরাফিদের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ড স্কোয়াড। ছবি: সংগৃহীত

আগেই ঘোষণা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড। এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের ১৪ সদস্যের দল ঘোষণা করলো স্বাগতিকরা। 

১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষণা করা নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়া মার্টিন গাপটিল।

 

এ ছাড়া হাটুর ইনজুরি নিয়ে দলের বাইরে থাকা মিচেল স্যান্টনারও ফিরেছেন দলে। বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা ইশ সোধি ও ডগ ব্রেসওয়েল। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান কলিন মুনরোর।  

প্রথম দুই ম্যাচে খেললেও শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। কেনের পরিবর্তে নেতৃত্ব দেবেন টম লাথাম। আর শেষ ম্যাচে কেনের পরিবর্তে দলে ফিরবেন কলিন মুনরো।

১৪ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড:

কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।