ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেসারদের ধারাবাহিক করার লক্ষ্যে কাজ করবেন ল্যাঙ্গেভেল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
পেসারদের ধারাবাহিক করার লক্ষ্যে কাজ করবেন ল্যাঙ্গেভেল্ট পেস বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার চার্ল ল্যাঙ্গেভেল্টকে

শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে কোর্টনি ওয়ালশ অধ্যায়। তার পরিবর্তে এরই মধ্যে পেস বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার চার্ল ল্যাঙ্গেভেল্টকে। আর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে নিজের কাজ সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছেন তিনি।

নিজের ‘হোমওয়ার্ক’ সম্পর্কে জানাতে গিয়ে ল্যাঙ্গেভেল্ট প্রথমেই জানান, বাংলাদেশের পেসারদের তিন ফরম্যাটে ধারাবাহিক করে তোলাই হবে তার প্রথম কাজ। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের মতো স্পেশাল বোলারদের নিয়ে কাজ করতেই বেশি উন্মুখ হয়ে আছেন ল্যাঙ্গেভেল্ট।

২০১৫ সাল থেকে বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে শুরুর দিকেই উইকেট তুলে নেওয়ার দারুণ সক্ষমতা দেখা গেছে। কিন্তু ২০১৯ সালে তার ধারাবাহিকতা কমে গেছে অনেকটা। কীভাবে সেই ধারাহিকতা আবার ফিরিয়ে আনা যায় সেটাই নিজের প্রথম কাজ মনে করছেন ল্যাঙ্গেভেল্ট।

ইএসপিএন ক্রিকেইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাবেক এই কোচ বলেন, ‘সব ফরম্যাটেই নতুন বলে ধারাবাহিক হতে হবে। তাকে (বোলার) অবশ্যই নিজের লেন্থকে আরও নিখুঁত করতে হবে। আগে তার কমপক্ষে চার থেকে পাঁচটি বল সঠিক জায়গায় ফেলতে সক্ষম হতে হবে এরপরে অন্য প্রশ্ন আসবে। বেশির ভাগ সময়ই তারা (বাংলাদেশ) দেশের মাটিতে এক বা দুই জন সিমার নিয়ে খেলতে পারে, কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তাদের অবশ্যই তিনজন সিমার নিয়ে যেতে হবে। আমাকে সেই তিনজন ফিট সিমারকে তৈরি করতে হবে, যারা সঠিক জায়গায় এবং সঠিক লেন্থে বল করবে। ’

মোস্তাফিজ প্রসঙ্গেও কথা বলেন ল্যাঙ্গেভেল্ট। বলেন, ‘আপনি যদি সেরা হতে চান তবে আপনাকে নতুন বলের সাথে সামঞ্জস্য রাখতে সক্ষম হতে হবে। আপনাকে অবশ্যই সঠিক লেন্থের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। মোস্তাফিজ দারুণ পেসার কিন্তু নতুন বলে তার জন্য কঠিন হয়ে যায়। এ সময় বল সঠিক গ্রিপে আসে না। সে অনেক অফ কাটার মারার চেষ্টা করে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ডানহাতি ও বামহাতির কাছে সেটা সঠিকভাবে যাওয়া। ’

দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ থাকাকালীন তাদের মাটিতে বাংলাদেশকে হারানোর স্মৃতি টেনে ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘এটাই আমার কাছে এখন সবচেয়ে ভালো চ্যালেঞ্জ। আমি যখন দক্ষিণ আফ্রিকার কোচিংয়ে ছিলাম তখন তাদের (বাংলাদেশের) বিপক্ষে খেলেছি এবং আমরা বিদেশের মাটিতে তাদের সংগ্রাম করতে দেখেছি। তারা ধারাবাহিকভাবেই লাইন ও লেন্থের সঙ্গে যুদ্ধ করেছে। এটাই আমাকে ঠিক করতে হবে। আমি আগে দেখবো এটা কেনো হচ্ছে। এরপর সেটা ঠিক করায় হাত দেবো। ’

নিজের কাজের ধরন ও পরিকল্পনা প্রসঙ্গে ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘আমি আগে বোলারদের কাছে যাবো, তাদের সঙ্গে কথা বলবো। সে কী ভাবছে জানবো। এরপর আমি আমার শেখানোর নীতি তাদের ওপর বাস্তবায়ন করবো। তাদের বলবো যদি তুমি বিশ্বের এক নম্বর বোলার হতে চাও তবে এগুলো তোমাকে করতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।