ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ ইনিংসে লাথামের ৫ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
১০ ইনিংসে লাথামের ৫ সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটে তুলেছে ১৭৩ রান। ১০১ রানে অপরাজিত আছেন কিউই ওপেনার টম লাথাম। টেস্ট ক্যারিয়ারে তুলে নিয়েছেন ১১তম সেঞ্চুরি।

লাথাম নিজের শেষ দশ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি তুলে নেন। ডাবল সেঞ্চুরিও আছে একটি।

এই কীর্তি নেই আর কোনো কিউই ব্যাটসম্যানের।  এই ১০ ইনিংসে লাথাম করেছেন ৯৫৩ রান। যেখানে ব্যাটিং গড়টাও শতকের উপরে।

সবশেষ ১০ ইনিংসে ১১৯.১৩ গড়ে রান করেছেন লাথাম। যেখানে তার টেস্ট ক্যারিয়ার গড় ৪৩.৫৭ (সবশেষ ইনিংস বাদ দিয়ে)।

গত বছরের ডিসেম্বরে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে লাথাম করেন অপরাজিত ২৬৪ রান। ক্রাইস্টচার্চে পরের ম্যাচে খেলেন ১০ ও ১৭৬ রানের ইনিংস। হ্যামিলটনে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন ১৬১ রান। আর ওয়েলিংটনে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

শ্রীলঙ্কা সফরে গলে ৩০ ও ৪৫ রানের দুটি ইনিংস খেলেছেন লাথাম। কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলার পর চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮ রান। আর সবশেষ এই ম্যাচে ১০১ রানে অপরাজিত লাথাম।

লাথামের শেষ ১০ ইনিংস:
২৬৪*, ১০, ১৭৬, ১৬১, ৪, ৩০, ৪৫, ১৫৪, ৮, ১০১*

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।