ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

রান ব্যবধানের জয়ে বাংলাদেশ এখন তিনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, ডিসেম্বর ৫, ২০১৯
রান ব্যবধানের জয়ে বাংলাদেশ এখন তিনে ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) মেয়েদের ক্রিকেটে মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে সালমা খাতুনের দল। আগের দিন নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে নেমে সর্বোচ্চ রানের জয়টি বাংলাদেশকে তুলে দিয়েছে শীর্ষ তিনে।

দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিযান শুরু করেছে মালদ্বীপের মেয়েরা। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক দিয়ে সর্বোচ্চ ব্যবধানের জয়টি উগান্ডা নারী দলের।

চলতি বছরের ২০ জুন মালির বিপক্ষে তারা জিতেছিল ৩০৪ রানে। ৩১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মালির মেয়েরা গুটিয়ে যায় মাত্র ১০ রানে।

২২ জুন তানজানিয়ার মেয়েরা এই মালিকেই হারায় ২৬৮ রানে। ২৮৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মালির মেয়েরা গুটিয়ে যায় ১৭ রানে। এই তালিকায় তিন নম্বরে ওঠে এলো বাংলাদেশ।

নেপালের পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় ১২.১ ওভারে ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বাংলাদেশ জয় তুলে নেয় তৃতীয় সর্বোচ্চ ২৪৯ রানের বিশাল ব্যবধানে। ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন নিগার সুলতানা এবং ফারজানা হক। এতোদিন বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পাননি। আজ দুই সেঞ্চুরিয়ানকে একসাথে দেখা গেল।

ছবি: সংগৃহীতএখানেই শেষ নয়, টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের ওপরে কেবল উগান্ডা ও তানজানিয়া। গত অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১৫২ রান ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

এদিকে, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ব দলীয় সংগ্রহে নাম লিখলো মালদ্বীপের মেয়েরা। সেদিন নেপালের বিপক্ষে ১৬ রানে অলআউট হওয়া দলটি আজ গুটিয়ে যায় ৬ রানে। চলতি বছরের ১৮ জুন মালির মেয়েরা রুয়ান্ডার মেয়েদের বিপক্ষে করেছিল ৬ রান। মালি আর মালদ্বীপ এখন একই রেকর্ডে নিজেদের নাম জড়িয়েছে।

মালির মেয়েরা অবশ্য পরের দুটিতেও নাম লিখিয়েছে। সর্বনিম্ন রানের তালিকায় দুইয়ে ও তিনে তারা। উগান্ডার বিপক্ষে ১০ এবং ১১ রানে অলআউট হয়েছিল মালি। চীনের মেয়েরা ১৪ রানে অলআউট হয়েছিল আমিরাতের বিপক্ষে। মালি ১৪ রানে আরও একবার অলআউট হয়েছিল উগান্ডার মেয়েদের বিপক্ষে। কদিন আগে ১৬ রানে নেপালের বিপক্ষে মালদ্বীপের মেয়েরা অলআউট হয়। তানজানিয়ার বিপক্ষে মালি অলআউট হয়েছিল ১৭ রানে।

এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারায় ১০ উইকেটে। শুক্রবার নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে। রোববার ফাইনালে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।