ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গত দশকটি বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
গত দশকটি বিরাট কোহলির বিরাট কোহলি-ছবি:সংগৃহীত

দেখতে দেখতে আরও একটি দশক শেষের পথে। এই সময়ে ক্রিকেট বিশ্বে ঘটেছে কত হাজারো ঘটনা। তবে সবার মাঝে নিজেকে আলাদাভাবেই চিনিয়েছেন বিরাট কোহলি। নিজ দল ভারতের হয়ে জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টেস্টের সেরা। মজার ব্যাপার দলের জয়ে সিহংভাগ অবদানই তার ছিল।

সম্প্রতি আইসিসি বিরাট কোহলির স্মরণে একটি টুইট পোস্ট করেছে। যেখানে এমন কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে, যা দেখলে বোঝাই যায় গত দশকটি কোহলিময় ছিল।

স্ট্যাটটি মূলত ওয়ানডে ফরম্যাট নিয়ে করা হয়েছে। বলা হয়েছে, কোহলি অন্য যে কারো থেকে ৫০ ওভারে ম্যাচে ৫ হাজার ৭৭৫ রান বেশি করেছেন। এছাড়া অন্যদের থেকে ২২টি সেঞ্চুরিও বেশি করেছেন!

গত দশকে ওয়ানডেতে বিরাট কোহলি:

# সর্বোচ্চ রান-১১১২৫
# সর্বোচ্চ সেঞ্চুরি-৪২
# সর্বোচ্চ ফিফটি-৫২
# সবচেয়ে বেশি ম্যাচ সেরা-৩৩
# সবচেয়ে বেশি সিরিজ সেরা-৭
# সর্বোচ্চ বাউন্ডারি-১০৩৮
# ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ-১১৭
# সবচেয়ে বেশি ম্যাচ-২২৭

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।