ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক মুশফিকুর রহিম/ফাইল ছবি

নানা জটিলতা পার করে শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সফর হবে তিন দফায়। প্রথম দফায় আগামী ২২ জানুয়ারি পাকিস্তানে যাবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। 

নির্বাচকরা ইতিমধ্যে চূড়ান্ত টি-টোয়েন্টি দলও ঠিক করে ফেলেছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেই দল ঘোষণা করা হবে।

এই দলে রয়েছেন মুশফিকুর রহিমও। তবে পাকিস্তান সফরের ব্যাপারে শুরু থেকেই অনীহা প্রকাশ করেছেন তিনি।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান নির্বাচক মিনহাজুল অবেদীন নান্নুকে ফোন করে তাকে দলে না রাখার জন্য অনুরোধ করেছেন মুশফিক। প্রধান নির্বাচক তাকে লিখিতভাবে জানাতে বলেছেন। সে জন্যই অপেক্ষা করছে বিসিবি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ইতিমধ্যে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।