ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ: ছবি-শোয়েব মিথুন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার সবাই রয়েছেন দলে। বিপিএলেও তারা ছিলেন দুর্দান্ত ফর্মে।
 

এদের মধ্যে তামিম, লিটন, নাঈম, শান্ত ও সৌম্য এই পাঁচজনই স্বীকৃত ওপেনার। তাই বলার অপেক্ষা রাখে না যে ব্যাটিং অর্ডারে অবশ্যই পরিবর্তন আনতে হবে।

তবে ওপেনার হয়ে ভিন্ন পজিশনে খেলাটা কতোটা চ্যালেঞ্জিং হবে সেটাই প্রশ্ন।

অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত নন। দলের ক্রিকেটাররাও জানেন, নিজেদের দায়িত্ব সম্পর্কে। মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুশীলনের শেষ দিন মাহমুদউল্লাহ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘মিডল অর্ডারে অবশ্যই আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। ব্যাটিংয়ে আপনি যেটা বললেন, অনেক ব্যাটসম্যানই আছে যাদের ভিন্ন ভিন্ন ব্যাটিং অর্ডারে ব্যাট করা লাগতে পারে। আফিফ লাস্ট সিরিজে মিডল অর্ডারে ব্যাট করেছে। বিপিএলে টপ-অর্ডারে ব্যাটিং করেও অনেক ভালো করেছে। টপ-অর্ডারের অনেককেও হয়তো লোয়ার মিডল-অর্ডারে ব্যাট করতে হতে পারে৷ এ জিনিসগুলো মানসিকভাবে ধারণ করা ও সে অনুযায়ী অনুশীলন করাটা বেটার বলে আমি মনে করি। কিন্তু দিনশেষে যার যেটুক সুযোগ থাকবে সে যেন সেটুকু দিয়ে চেষ্টা করে। কারণ রেজাল্টটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি আপনার কৌশল, চেষ্টা কতটুকু দিচ্ছেন দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কম-বেশি সব প্লেয়ারই এটা জানে এবং এ নিয়ে কথাও হয়েছে। ’

অধিনায়ক মনে করেন, দলে যারা রয়েছেন তাদের বেশিরভাগই অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে চিন্তা করছেন না মাহমুদউল্লাহ

তিনি বলেন, ‘আমার মনে হয়না এসব নিয়ে চিন্তা করতে হবে। কারণ সৌম্য অনেকদিন ধরে খেলছে। আফিফ, বিপ্লব, নাঈম শেখ নতুন। কিন্তু তারা সবাই জানে তাদের কি করতে হবে, কেমন পরিস্থিতি সামলাতে হবে। এটা খুব ভালো একটা সাইড আমার মনে হয়। আমাদের দলের জন্য এটা ভালো যে, এমন প্রতিযোগিতা হওয়া। এটা আমাদের সবার জন্যই ভালো, আমি এটাকে এভাবেই দেখি। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।