ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশের শিরোপা জিতল সিডনি সিক্সার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিগ ব্যাশের শিরোপা জিতল সিডনি সিক্সার্স শিরোপা উৎসব করছে সিডনির খেলোয়াড়রা/ছবি: সংগৃহীত

মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে ব্যবধানে হারিয়ে এবারের বিগ ব্যাশ লিগের (বিবিএল) শিরোপা ঘরে তুলেছে সিডনি সিক্সার্স। এই নিয়ে দ্বিতীয় শিরোপা জিতল দলটি। অন্যদিকে এই তিনবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করল মেলবোর্ন।

বিগ ব্যাশের ফাইনালে শনিবার (০৮ ফেব্রিয়ারি) সিডনিতে মুখোমুখি হয় সিডনি ও মেলবোর্ন। তবে বৃষ্টি বাধায় অনেকটা সময় বন্ধ থাকে খেলা।

এরপর খেলা শুরু হলে ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে ১২ ওভারে নামিয়ে আনা হয়।  

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে সিডনি। ওপেনিংয়ে নেমে দারুণ ফিফটি করেছেন জশ ফিলিপ। তার ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে ভর করেই দারুণ শুরু পায় সিডনি। এছাড়া ১২ বলে ২১ রান করেছেন স্টিভেন স্মিথ আর ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জর্ডান সিল্ক।

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন মেলবোর্নের অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই খাবি খেতে থাকে মেলবোর্ন। ৫৪ রানেই দলটি হারিয়ে বসে ৬ উইকেট। এরপর হাতে ৪ উইকেট থাকলেও আর জেতা হয়নি দলটির। কারণ, নির্ধারিত ওভার শেষে দলটি আর মাত্র ৪২ রান যুক্ত করতে পারে।  

বল হাতে সিডনির নাথান লায়ন ও স্টিভ ও’কিফ ২টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সিডনির জশ ফিলিপ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।