ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

দলে সুযোগ পেয়ে ফের ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, ফেব্রুয়ারি ১২, ২০২০
দলে সুযোগ পেয়ে ফের ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে কিছুদিন আগে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে দাপটের সঙ্গেই পরবর্তীতে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশে তার নেতৃত্বে মেলবোর্ন স্টার্স ফাইনাল খেলেছিল। ব্যক্তিগত ভালো পারফর্মের সুবাদে জাতীয় দলেও ডাক পান। তবে কনুইয়ের সার্জারির কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত ওভারের সিরিজে ছিটকে গেলেন তিনি।

২১ ফেব্রুয়ারি থেকে প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি শুরু করবে অজিরা। এই সফরে দুটি ফরম্যাটের দলে থাকলেও সরে এবার যেতে হলো।

তার বদলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ডি’আর্চি শর্ট।

সার্জারির কারণে ম্যাক্সওয়েলকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচেও খেলতে পারছেন না এই মারকুটে ব্যাটসম্যান।

দ.আফ্রিকা সফরে ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত খেলবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।