ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং: টেইলর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং: টেইলর ব্রেন্ডন টেইলর: ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। 

টাইগারদের বিপক্ষে এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং মনে করছেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।

 

বিমানবন্দরে নেমে সংবাদিকদের সঙ্গে কথা বলেন টেইলার। এসময় তিনি জানান, জিম্বাবুয়ে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছে তাই বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।  

টেইলর বলেন, ‘আমরা পুরোপুরি তৈরি।  আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটো ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটোই পাঁচ দিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি, এই টেস্টেও তেমনটা দেখা যাবে। ’

তিনি আরও বলেন, ‘গত বছর সিলেটে জিতেছিলাম। তবে টসটা খুব গুরুত্বপুর্ণ। কারণ শেষ ইনিংসে ব্যাট করা কঠিন হয়। আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলব, পাকিস্তানের সঙ্গে হারার পর তারা শক্তভাবে ফিরে আসতে চাইবে। যদিও সাকিবের মতো খেলোয়াড় নেই। তবে অন্য যারা আছে তারা অনেক ভালো। আমরা তাদের আন্ডার-নাইনটিনকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখলাম। কাজেই তাদের গভীরতা আছে। তারা বেশ ভাল দল। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে। ’

টাইগারদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে ভালো করা যে বেশ চ্যালেঞ্জিং সেটা টেইলর জানেন। তবুও জিততে চান তারা। বলেন, ‘জয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই বছর আমাদের অনেক খেলা। সাতটা টেস্ট আছে। প্রতিটা সিরিজই ভীষণ সিরিয়াস হয়ে আসে। আর দেশের বাইরে জেতা তো দারুণ ব্যাপার। বাংলাদেশের বিপক্ষে তাদের মাঠে খেলা বরাবরই কঠিন চ্যালেঞ্জর। তবু আমরা সামনে তাকাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।