ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের খেলা দেখতে বিয়ের মঞ্চ থেকে মাঠে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
মাশরাফিদের খেলা দেখতে বিয়ের মঞ্চ থেকে মাঠে! ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে বরবেশে এক ক্রিকেটভক্তের উল্লাস প্রকাশের দৃশ্যটি হয়তো অনেকেরই চোখে পড়েছে। টেলিভিশনের পর্দায় ওই মুহূর্ত যখন ধরা পড়ে, তাকে ঘিরে দর্শকদের একাংশের মাঝে তখন উন্মাদনা ছড়িয়ে পড়ে।

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩ মার্চ) জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে একদল দর্শক বিয়ের পোশাক পরেই গ্যালারিতে হাজির হন।

পরে জানা যায়, বরের বেশে হাজির হওয়া ব্যক্তির নাম আলী হায়দার লাভলু। যুক্তরাষ্ট্র প্রবাসী লাভলু বিয়ে করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সেখান থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করতে গ্যালারিতে চলে আসেন। বিবিসি’র খবরে এমনটাই জানানো হয়েছে।

লাভলু জানান, ক্রিকেট ভালোবাসেন বলেই আর খেলাও যেহেতু সিলেটের মাটিতেই হচ্ছে তাই দলবল সহ ছুটে এসেছেন তিনি। তিনি বলেন, ‘বউকে বাসায় রেখেই খেলা দেখতে চলে এলাম। কারণ আমি ক্রিকেটভক্ত। আর বাংলাদেশের খেলা তেমন দেখতে পারি না এবং বিয়েটাও এখানেই, তাই এমন তাড়াহুড়ো করে চলে এলাম। ’

বিয়ের দিনই খেলা দেখতে আসায় নবপরিণীতা স্ত্রীর কোনো আপত্তি ছিল না বলেও জানান লাভলু। বরং তার শ্বশুরবাড়ির লোকজন তাকে টেলিভিশনের পর্দায় দেখে খুশিই হয়েছেন বলে জানান তিনি।

বর এবং তার সঙ্গে খেলা দেখতে আসা ক্রিকেটভক্তরা নিজেরাও ক্রিকেট খেলেন। মার্কিন যুক্তরাষ্টের পশ্চিম নিউইয়র্কে আঞ্চলিক দলগুলোর হয়ে তারা নিয়মিত অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।