ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

করোনামুক্ত হলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, নভেম্বর ২০, ২০২০
করোনামুক্ত হলেন মুমিনুল মুমিনুল হক/ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাস মুক্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয়বার পরীক্ষার ফল নেগেটিভ আসে।

 

এর আগে কিছু উপসর্গ দেখা দেওয়ায় গত ৯ নভেম্বর করোনা টেস্ট করান মুমিনুল। ১০ নভেম্বর ফলাফল পজিটিভ আসে। তার স্ত্রীরও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

করোনামুক্ত হওয়া চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেল। এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।