ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনামুক্ত হয়ে ইংল্যান্ড দলে মঈন আলী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
করোনামুক্ত হয়ে ইংল্যান্ড দলে মঈন আলী মঈন আলী

চলমান গল টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির সময় ইংল্যান্ড ড্রেসিংরুমে বাড়তি আনন্দ দেখা যায়। কেননা শ্রীলঙ্কায় পৌঁছানোর পর করোনা ভাইরাসের পজিটিভ হওয়া মঈন আলী ১৩ দিনের চিকিৎসা শেষে করোনামুক্ত হলেন।

তিনি ইতোমধ্যে দুবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন।

এর আগে ইংলিশ দল শ্রীলঙ্কায় পৌঁছানোর পরেই সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করালে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মঈন পজিটিভ হন। পরবর্তীতে তার ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও যুক্তরাজ্যের নতুন ভাইরাসের কথা চিন্তা করে শ্রীলঙ্কান সরকার আরও তিনদিন বাড়িয়ে দেয়।

এদিকে প্রথম টেস্টের পর যথাযথ ম্যাচ অনুশীলনের অভাবে দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে মঈনের। তবে তার ফেরা দলের পারিপার্শ্বিক অবস্থার উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলবে- এমনটাই মনে করে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।