ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী সৌরভ গাঙ্গুলী

আবারও অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলী। বুকের ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

 

গাঙ্গুলীর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। ব্যথা বাড়লে বুধবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন গাঙ্গুলী। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে তার। হাসপাতালে নেওয়ার সময় তা সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা ও তার দাদা স্নেহাশিস।

জানা যায়, চিকিৎসক আফতাব খান, সরোজ মন্ডল ও সপ্তর্ষি বসুর তত্বাবধানে ভর্তি হবেন সৌরভ। তাকে ইতোমধ্যে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এর আগে গত ০২ জানুয়ারি শরীর চর্চার সময় বুকে ব্যথা অনুভব করায় বেলা ১টায় আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান, ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’হয়েছে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের।

ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। এরপর একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তার। একইদিন বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। এরপর থেকে তিনি ক্রমে সুস্থ হয়ে উঠেন। এক সপ্তাহ হাসপাতালে থেকে ০৭ জানুয়ারি তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ভিএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।