ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

টি-টেন লিগ খেলতে আমিরাতে ঢুকতে দেওয়া হলো না আফ্রিদিকে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ২৯, ২০২১
টি-টেন লিগ খেলতে আমিরাতে ঢুকতে দেওয়া হলো না আফ্রিদিকে! শহীদ আফ্রিদি/ছবি: সংগৃহীত

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সারাবিশ্বে ফ্র্যাঞ্চিজিভিত্তিক লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন শহীদ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে রীতিমত হটকেক এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

কিন্তু সেই আফ্রিদিকেই কিনা টি-টেন লিগে খেলতে আমিরাতে ঢুকতে দেওয়া হলো না!

চলতি টি-টেন লিগে কালান্ডার্সের হয়ে খেলার কথা ছিল আফ্রিদির। সে মোতাবেক সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরেই ভিসা সংক্রাং ঝামেলার কারণে তাকে আমিরাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। আসলে সাবেক পাকিস্তানি অলরাউন্ডারের আমিরাতে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বিষয়টি নাকি তিনি খেয়াল করেননি।

আফ্রিদি আমিরাতের বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সেখানকার কর্মকর্তাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকেই দেশে ফেরত পাঠানো হয়। এখন পাকিস্তানে ফিরে ভিসা নবায়ন করে তাকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।