ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাসিরের পর হার দেখলেন মোসাদ্দেকও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
নাসিরের পর হার দেখলেন মোসাদ্দেকও

দিনের প্রথম ম্যাচে হেরেছে নাসির হোসেনের পুনে ডেভিলস। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে থাকা মারাঠা অ্যারাবিয়ান্স।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) টি-টেন লিগের পঞ্চম ম্যাচে দিল্লি বুলসের কাছে ৯ উইকেটে হেরেছেন মোসাদ্দেকরা।  

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান করে মারাঠা। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

দল হারলেও ব্যাট হাতে মারাঠার হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক। ২২ বল স্থায়ী ইনিংসটি ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন জাভেদ আহমাদি।

জবাবে এভিন লুইসের ১৬ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে জয় তুলে নেয় দিল্লি। এছাড়া ১২ বলে ২৮ রান নিয়ে অপরাজিত থাকেন রবি বোপারা।  

বল হাতে বাংলাদেশি স্পিনার সোহাগ গাজী ১ ওভারে ১৫ রান খরচে উইকেট শূন্য থাকেন। বোলিং করেননি মোসাদ্দেক।

দিনের প্রথম ম্যাচে কালান্দার্সের কাছে ৯ উইকেটে হেরেছে নাসিরের পুনে। আগের দিন দুই দলই জয় দিয়ে শুভ সূচনা করেছিল।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।