ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ফেব্রুয়ারি ১৭, ২০২১
পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে শ্রীলঙ্কা

তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে শ্রীলঙ্কা। এর ফলে করোনা বিরতির পর প্রথমবারের মতো ক্যারিবিয়ানে আন্তর্জাতিক ক্রিকেট গড়াবে।

এই সিরিজের ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগার দুটি ভেন্যুতে ৩ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি, সমান ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। প্রতিটি ম্যাচেই দর্শকশূন্য থাকবে।

ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হিসেবে থাকবে। আর এই সিরিজে প্রথমবারের মতো উইন্ডিজ পুরুষ দল কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে খেলবে। যেখানে ২০৩১ সালের পর অ্যান্টিগায় প্রথমবার টি-টোয়েন্টি খেলা হবে।

গত বছরের জানুয়ারিতে সর্বশেষ দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলে ক্যারিবীয়রা। এরপর দলটি ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফর করেছে।

সফরসূচি:

# ৩, ৫ ও ৭ মার্চ কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিনটি টি-টোয়েন্টি।
# ১০, ১২ ও ১৪ মার্চ নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান চিরার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
# ২১ ও ২৯ মার্চ নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান চিরার্ডস স্টেডিয়ামে দুটি টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।