ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে মঈন খানের ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৪, ২০২১
পাকিস্তান দলে মঈন খানের ছেলে

ওজন কমিয়ে পাকিস্তান দলে ডাক পেলেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান।  

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন আজম খান।

গত বছরই পাকিস্তানের নির্বাচকদের রাডারে আসেন ২২ বছর বয়সী আজম। কিন্তু ১৩০ কেজি ওজনের কারণে তাকে তখন বিবেচনায় নেননি নির্বাচকরা। পরে ১২ মাসে শরীরের ওজন ৩০ কেজি কমানোর পর দলে ডাক পেলেন এই তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান।

আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে ৫ টি-টোয়েন্টি ও ২ টেস্টের সিরিজ। দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন আজম খান।  

ঘরোয়া আসরে হার্ড-হিটার হিসেবে বিবেচিত আজম। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ১৫৭। এর মধ্যে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, 'আমরা চারজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ডেকেছি এবং ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন আজম। '

টেস্টের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন দুই পেসার মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহ। বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম সাদা বলের ফরম্যাটের দলে ফিরেছেন। দুই সফরে তিন ফরম্যাটে দলের নেতৃত্বে থাকছেন বাবর আজম।  

আবুধাবি হতে আগামী ২৫ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান দল। ইংল্যান্ডে পৌঁছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন শেষে ৮ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি শুরু হবে ১৬ জুলাই থেকে। ২৭ জুলাই থেকে বাবর আজম বাহিনী মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

তিন ফরম্যাটে পাকিস্তান স্কোয়াড:
টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ইয়াসির শাহ (ফিটনেসের ওপর নির্ভরশীল) ও জাহিদ মাহমুদ।

ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, হাসান আলি, ইমাম উল হক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহাইল, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আরশাদ ইকবাল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, আজম খান, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, শারজিল খান ও উসমান কাদির।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।