ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বাংলাদেশ ক্রিকেট দলে করোনার হানা

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সঙ্গী স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও দলের সঙ্গে যাওয়ার পর থেকে অন্যদের মতো তিনি এখনও কোয়ারেন্টিনে আছেন।

দেশের শীর্ষ এক মিডিয়াকে এমন খবর নিশ্চিত করেছেন দলের এক সদস্য।

তাসমান পাড়ের দেশটিতে যাওয়ার পর বাংলাদেশ দলের সবাই দুবার করোনা পরীক্ষা করেছেন। সেই দুবারই সবাই নেগেটিভ ছিলেন। তবে তৃতীয় পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন হেরাথ। করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে আরও।

এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়।

এদিকে বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড পৌঁছায়, সেখানে একজন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পর তার আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে এ কয়জন জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

এই নয়জনকে বাদ দিয়ে কাল প্রথমবারের মতো জিমনেসিয়ামের সুবিধা ব্যবহার করেছেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।