ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘সেরা খেলোয়াড় হয়ে লাভ কি, যদি দেশের জন্য না খেলে?’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জানুয়ারি ৫, ২০২২
‘সেরা খেলোয়াড় হয়ে লাভ কি, যদি দেশের জন্য না খেলে?’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কয়েকটি মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন। টেস্ট ক্রিকেটে না খেলার পাশাপাশি নিজেকে প্রথম পাণ্ডব মনে করা- এ বিষয়গুলো নিয়ে কম সমালোচিত হননি তিনি।

সেসময় ক্রিকেট বোর্ডের কেউ মুখ না খুললেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বেসরকারি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিবের টেস্ট খেলাসহ বেশ কয়েকটি বিষয়ের কথা জানান পাপন। সাকিবের টেস্ট ফরম্যাটে খেলার ব্যাপারে পাপন বলেন, ‘টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে -এরকম আমরা শুনিনি মানে আমার সঙ্গে কোনো কথা হয়নি এমনকি কেউ বলেনি। তবে ওর ব্যাপারে একটা অনিশ্চয়তা তো আছেই। কারণ, ও কখন খেলবে আর কখন খেলবে না -এটা নিয়ে সব সময়ই একটা অনিশ্চয়তা আছে আমাদের মধ্যে। আমি মনে করি এটি দলের জন্য তো খারাপই তেমনি ওর জন্যও খারাপ। ’

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সাকিব টেস্ট খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে সব ফরম্যাটে খেলার কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেন পাপন। তাছাড়া দেশের জন্য না খেলে সেরা খেলোয়াড় হওয়া যায়না উল্লেখ করে পাপন বলেন,‘আমার সঙ্গে ওর সর্বশেষ যে কথা হয়েছে, যতদূর জানি এখন থেকে নিয়মিত খেলবে সব ফরম্যাটেই। আমরা সবসময় বলে আসছি নিঃসন্দেহে ও আমাদের সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হয়ে লাভ নেই, যদি না খেলে দেশের জন্য। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।