ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ক্রাইস্টচার্চে হেরে বাংলাদেশের একধাপ অবনতি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জানুয়ারি ১১, ২০২২
ক্রাইস্টচার্চে হেরে বাংলাদেশের একধাপ অবনতি

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে  ইনিংস ও ১১৭ রানে হেরেছে  বাংলাদেশ। এই পরাজয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একধাপ পিছিয়ে তারা।

বর্তমানে ষষ্ঠ স্থানে নেমে গেল বাংলাদেশ।  

এর আগে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে টাইগাররা পঞ্চমস্থানে উঠেছিল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারে এক ধাপ পেছাল বাংলাদেশ।  

এখন পর্যন্ত ৪ টেস্টে ১ জয়, ৩ হারে বাংলাদেশের ১২ পয়েন্ট । জয়ে শতাংশের হিসাবে ৩৩.৩৩। বাংলাদেশের উপরে আছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকা।  

তালিকায় বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পয়েন্ট জয়ের শতাংশে সবার উপরে অস্ট্রেলিয়া। এই আসরে ৪ ম্যাচ খেলে ১টি করে জয়-ড্র ও ২টি হারে ১৬ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের। তারা আছে অষ্টমস্থানে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।