ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে ৬ উইকেট নিয়ে রশিদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বিগ ব্যাশে ৬ উইকেট নিয়ে রশিদের রেকর্ড

বিগ ব্যাশে ৬ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন রশিদ খান। লিগের তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এখন আফগান এই স্পিনারের দখলে।

ব্রিজবেন হিটের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন তিনি।

বুধবার (১২ জানুয়ারি) বিগ ব্যাশের ৪৬ততম ম্যাচে ব্রিজবেন হিটের বিপক্ষে খেলতে নেমে ছয় উইকেট শিকার করে ক্যারিয়ারে প্রথমবার ৬ উইকেটের স্বাদ পান রশিদ। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে ম্যাচটিতে মাত্র ১৭ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন তিনি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন ৯০ রানে।  

এর আগে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬ উইকেট নেয়ার রেকর্ড আছে কেবল শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের ইশ সোধির। ২০১২ সালে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন শ্রীলঙ্কার পেসার মালিঙ্কা। যা এখনও বিগ ব্যাশের সেরা বোলিং। ২০১৭ সালে ১১ রান দিয়ে ৬ উইকেট নেন সোধি। যা লিগের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

এর আগে রশিদের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ৩ রানে ৫ উইকেট। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি। এবারের আসরে বিগ ব্যাশের হয়ে নিজের শেষ ম্যাচেই ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তান দলে যোগ দিবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।