ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একই দলে খেললেন নবী ও তার ছেলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
একই দলে খেললেন নবী ও তার ছেলে

আফগান ক্রিকেটে বিরল এক ঘটনা ঘটল। ক্রিকেটার্স বেনিফিট লিগে এ বছর একই দলের হয়ে খেললেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান।

আর এমন ঘটনার পর ভবিষ্যতে জাতীয় দলের হয়েও সম্ভব হলে এক সঙ্গে খেলতে ইচ্ছুক নবী।

নবীকে বলেন, ‘ছোটবেলায় আমার কিছু ছিল না। হাসানের আছে। সম্পূর্ণ আলাদাভাবে বড় হয়েছি আমরা। ওকে বলেছি আমাদের সময় এই ধরনের আধুনিক সরঞ্জাম ছিল না। ক্রিকেট খেলার পরিস্থিতিই ছিল না। ’

২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক ঘটে নবীর। ইচ্ছা আছে আরও কয়েক বছর খেলার।

তিনি আরও বলেন, ‘আশা করেছিলাম এক সঙ্গে খেলব। আশা করি জাতীয় দলের হয়ে খেলব। আমি এখনও আফগানিস্তানের হয়ে কয়েক বছর খেলতে পারব। বেশ কিছু লিগেও খেলব। হাসান বড় হবে। আশা করব অনূর্ধ্ব ১৯ দলে খেলবে। ক্ষমতা থাকলে জাতীয় দলের হয়েও খেলবে। প্রথমবার এক সঙ্গে খেললাম। ও বেশ চাপে ছিল। ওর প্রতিভা আছে। ’

হাসানের বয়স ১৬ বছর, নবীর ৩৭। জাতীয় দলে একসঙ্গে বাবা-ছেলে খেলতে পারবে কি না তা সমেই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।