ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে ছাপিয়ে ওয়ানডের বর্ষসেরা বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
সাকিবকে ছাপিয়ে ওয়ানডের বর্ষসেরা বাবর

সাকিব আল হাসান, পল স্টার্লিং ও জানেমান মালানকে ছাপিয়ে ওয়ানডে ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সোমবার (২৪ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বর্ষসেরার নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২১ সাল জুড়ে বাবর আজম খেলেছেন ৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে ৬৭.৫০ গড়ে করেছিলেন ৪০৫ রান। দুটি শতক ও একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।

সাকিবও ২০২১ সালটা দারুণ কাটিয়েছিলেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। পাশাপাশি ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হতে সাকিবের এই পারফরম্যান্সও যথেষ্ট হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।