ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফিফের ব্যাটে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আফিফের ব্যাটে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ ছবি: সোহেল সরওয়ার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসাইনের ব্যাটে ভর কিরে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে মেহেদি হাসান মিরাজের দল।

চট্টগ্রমের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ৩ রানেই কেনার লুইসকে (১) ফরহাদ রেজার তালুবন্দি করেন নাবিল সামাদ। এরপর আফিফ হোসেন আর উইল জ্যাক গড়েন ৫৩ রানের দারুণ জুটি। উইল জ্যাক ২৩ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রানে আউট হলেও আফিফ খেলেছেন দারুণ ইনিংস। ফরহাদ রেজার বলে মেহেদি হাসানের তালুবন্দি হওয়ার আগে খেলেছেন ৩৭ বলে ৪৪ রানের ইনিংস। যাতে ছিল ৩টি চার এবং ২টি ছক্কার মার।

আফিফের বিদায়ের পর বিপর্যয়ে পড়ে দল। ব্যাট করতে নেমে সাব্বির রহমান ৪, অধিনায়ক মেহেদি মিরাজ ৬, দুর্দান্ত ফর্মে থাকা বেনি হাওয়েল ৫, ব্যর্থতার বৃত্তে ঘোরা শামীম হোসেন ২ রানে আউট হন। এরপর কামরুল হাসান রাব্বির শর্ট বলে ছক্কা মারতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন রেজাউর। শেষের দিকে নাঈমের ১৮ বলে ২১* এবং শরীফুল ইসলামের ৮ বলে ৭* রানে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৩ রান।

খুলনার হয়ে থিসারা পেরেরা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। বাকি সব বোলার ১টি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।