ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই দ.আফ্রিকানের ঝড়ে রানপাহাড়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
দুই দ.আফ্রিকানের ঝড়ে রানপাহাড়ে কুমিল্লা ছবি: উজ্জ্বল ধর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ত্রয়োদশ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের দারুণ ইনিংসের পর শেষদিকে এসে ফাফ ডু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্টের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৩ রানের সংগ্রহ পায় ইমরুল কায়েসের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার (৩১ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার লিটন দাস। তবে অপরপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের শিকার হয়ে ১ রানে সাজঘরে ফিরেন। এরপর লিটনকে সঙ্গ দেন ডু প্লেসি। ৫৫ বলে ৮০ রানের দুর্দান্ত জুটি গড়েন এ দুই ব্যাটার। একাদশ ওভারে নাসুমের বলে উইকেট হারান লিটন। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

লিটনের বিদায়ের পর ব্যাট হাতে থিতু হতে পারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে বিদায় নেন তিনি। এরপর ডু প্লেসিকে সঙ্গ দিয়ে দারুণ এক জুটি গড়েন ক্যামেরুন ডেলপোর্ট। শেষ ওভারে বিধ্বংসী ব্যাট করে ২৩ রান নিয়ে দলকে ১৮৩ রানের বড় সংগ্রহ এনে দেন প্রোটিয়া এই ব্যাটার। ৪ চার ও ৩ ছয়ে ২৩ বলে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ৮ চার ও ৩ ছয়ে ৫৫ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকে ডু প্লেসি।

চট্টগ্রামের হয়ে দুইটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান বেনি হাওয়েল।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।